ঢাকাশুক্রবার , ২২ আগস্ট ২০২৫

উদ্বোধনের পরদিনই মওলানা ভাসানী সেতুর ৩০০ মিটার তার চুরি

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ২২, ২০২৫ ৯:৫৩ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: উদ্বোধনের পরদিনই মওলানা ভাসানী সেতুর ৩০০ মিটার তার চুরি।

গাইবান্ধার হরিপুর-চিলমারী সংযোগ সড়কে তিস্তা নদীর ওপর বহু প্রতীক্ষিত ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধনের মাত্র একদিন পরই ল্যাম্পপোস্টের তার চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া তারের আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা।

গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, উদ্বোধনের পরদিনই রাতের আঁধারে সেতুর ল্যাম্পপোস্টের ৩১০ মিটার তার চুরি হয়ে যায়। চুরি হওয়া তারের আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা। দুই-তিন দিনের মধ্যেই আবার সংযোগ ঠিক করে দেওয়া হবে। পাশাপাশি, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সেতুতে সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

এলাকাবাসীর দাবি, দ্রুততম সময়ের মধ্যে ল্যাম্পপোস্টে নতুন বিদ্যুৎ সংযোগ দিয়ে সেতুটি আবার আলোকিত করা হোক। একই সঙ্গে ভবিষ্যতে চুরি বা নাশকতার ঘটনা রোধে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ জানান, কর্তৃপক্ষ চুরি সংক্রান্ত অভিযোগ করলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হবে। দুর্বৃত্তদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, সেতুর নিরাপত্তা নিশ্চিত করতে আজ থেকেই পুলিশ সদস্য মোতায়েন করা হচ্ছে। শিগগিরই একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে এবং স্থায়ী ক্যাম্পের জন্যও আবেদন করা হয়েছে। আশা করা হচ্ছে, এক মাসের মধ্যেই এর অনুমোদন মিলবে।

গত ২০ আগস্ট দুপুরে উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উদ্বোধনের পর থেকেই প্রতিদিন হাজারো মানুষ সেতুটি দেখতে ভিড় করছেন।