ঢাকাশুক্রবার , ২৯ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে১০ বছরের এক শিশুর মুত্রথলি থেকে জীবন্ত জোঁক বের করলেন চিকিৎসক

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ২৯, ২০২৫ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে বিরল ঘটনা : রোগীর মূত্রথলি থেকে জোঁক অপসারণ।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে এক রোগীর মূত্রথলি থেকে জোঁক অপসারণ করা হয়েছে। ঘটনাটি সম্প্রতি হাসপাতালের পেডিয়াট্রিক সার্জারি বিভাগে ঘটে।

প্রথমে বিভাগের সহকারী অধ্যাপক ডা. দীপঙ্কর রোগীর চিকিৎসায় বিশেষ পদক্ষেপের পরামর্শ দেন। তিনি জানান, ক্যাথেটারের মাধ্যমে মূত্রথলিতে প্রায় ১০০ মিলিলিটার নরমাল স্যালাইন প্রবেশ করিয়ে কিছুক্ষণ ধরে রাখলে জোঁক মারা যায়। এরপর ক্যাথেটার ক্ল্যাম্প করে রাখার নির্দেশ দেওয়া হয়।

প্রথমে ইন্টার্ন চিকিৎসকরা সেই প্রক্রিয়ায় অগ্রসর হলেও পরবর্তীতে বিষয়টি আরও সহজভাবে সমাধান করা সম্ভব হয়। রোগীকে মিনি অপারেশন থিয়েটারে নিয়ে গেলে দেখা যায় জোঁকের মাথা মূত্রথলির বাইরে সামান্য বেরিয়ে এসেছে। এ সময় ফরসেপ ব্যবহার করে সরাসরি জোঁকটি টেনে বের করে আনা হয়।

পরে ক্যাথেটার স্থাপন করে নরমাল স্যালাইন দিয়ে মূত্রথলি পরিষ্কার করা হয়। এতে রোগী জটিলতা ছাড়াই সুস্থতার পথে এগোতে শুরু করেন।

চিকিৎসকরা জানিয়েছেন, এ ধরনের ঘটনা অত্যন্ত বিরল হলেও গ্রামীণ এলাকায় নদী বা পুকুরের পানি পান করা বা গোসলের সময় শরীরে জোঁক প্রবেশ করার ঝুঁকি থেকে যায়। তাই সতর্ক থাকার পাশাপাশি যেকোনো অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তারা।