ঢাকাবৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীতে ঘুষের ভিডিও ধারণ কালে সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নিলেন ভূমি কর্মকর্তা

ক্রাইম টাইমস রিপোর্ট
সেপ্টেম্বর ১১, ২০২৫ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: পটুয়াখালীতে ঘুষের ভিডিও ধারণ কালে সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নিলেন ভূমি কর্মকর্তা।

 

বরিশাল বিভাগের পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ঘুষ ও দালাল চক্রের ভিডিও ধারণের সময় সাংবাদিকের মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. জাহিদুল ইসলামের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটে বুধবার রাত ৯টার দিকে উপজেলা ভূমি অফিসে। মোবাইলটি দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি মাহমুদ হাসানের। তিনি জানান, আল-আমীন নামে এক দালালের মাধ্যমে টাকা নেয়ার প্রমাণ সংগ্রহের সময় ভিডিও ধারণ করতে গেলে ক্ষুব্ধ হয়ে ফোনটি কেড়ে নেন ওই কর্মকর্তা।

বিজয় টেলিভিশনের প্রতিনিধি রাকিব হোসাইন বলেন, এসময় দালালদের ডেকে মব তৈরিরও চেষ্টা করেন কর্মকর্তা জাহিদুল। অভিযোগ রয়েছে, তার মাধ্যমে দীর্ঘদিন ধরেই ঘুষের লেনদেন চলছিল। এ বিষয়ে জাহিদুল ইসলাম ফোনে দুঃখ প্রকাশ করে বলেন—“সরি ভাই, আমার ভুল হয়ে গেছে।

রাঙ্গাবালী থানার ওসি জানান, অভিযোগ পেয়েছেন, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলসহ সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।