ঢাকামঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে টানা বৃষ্টিতে নগরীতে জলাবদ্ধতা, তলিয়ে গেছে বিভিন্ন সড়ক

ক্রাইম টাইমস রিপোর্ট
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ১:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: টানা বৃষ্টিতে বরিশালে নগরীতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। এতে নগরীর অনেক সড়ক তলিয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, একটানা বৃষ্টিতে নগরীর বটতলা নবগ্রাম রোড, মুন্সিগ্যারেজ, বগুড়া রোড, কালিবাড়ি রোড, পলিটেকনিক রোড ও ভাটিখানাসহ বেশিরভাগ সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। কোথাও কোথাও বাসা বাড়ির ভেতরে প্রবেশ করেছে পানি। বন্ধ রয়েছে বেশিরভাগ দোকানপাট। এতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী।বরিশাল ট্যুর গাইড

নগরীর বগুড়া রোড এলাকার রাতুল মৃধা নামের এক বাসিন্দা জানান, সিটি করপোরেশন ড্রেন পরিষ্কার না করার কারণে অল্প বৃষ্টিতেই নগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে নগরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ৭৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে বরিশালে। বঙ্গোপসাগরে লঘু চাপের কারনে এমন বৃষ্টি বলে জানান তারা।

এদিকে জলাবদ্ধতা সমস্যা সমাধানে পরিকল্পনা গ্রহনের পাশাপাশি কাজ চলছে বলে জানিয়েছে সিটি করপোরেশন কতৃপক্ষ।