
নিজস্ব প্রতিবেদক :: বরিশালে নিরাপদ সড়ক চাই জেলা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
বৃক্ষ রোপণ কর্মসূচি পালন, আসন্ন দূর্গাপূজায় সড়কের শৃঙ্খলা রক্ষা ও যানজট নিরসনে সহায়তা প্রদানসহ গুরুত্বপূর্ণ কিছু বিষয় বাস্তবায়নের লক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) বরিশাল জেলা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় একটি কনফারেন্স সেন্টারে আয়োজিত জরুরি সভায় সভাপতিত্ব করেন মো: রুহুল আমীন।
জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুর’র সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো: হাবিবুর রহমান চৌধুরী মামুন, প্রচার সম্পাদক রবীন্দ্রনাথ রবীন,দূর্ঘটনা বিষয়ক সম্পাদক এস,এম রুবেল মাহমুদ, ক্রীড়া সম্পাদক মো: আকতার হোসেন,কার্যনির্বাহী সদস্য প্রকৌশলী মো: শহীদুল ইসলামসহ অন্যান্যরা।
আলোচনা সভায় নিসচার সাংগঠনিক সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুরী বলেন,আমরা প্রতি বছরের ন্যায় এ বছরও বৃক্ষ রোপণ এবং পূজায় সড়কের শৃঙ্খলা রক্ষায় কাজ করতে চাই। এজন্য বরিশাল জেলা কমিটির সকল সদস্যদের শতভাগ অংশ গ্রহণ সহায়তা কামনা করছি।
উপস্থিত সকলের মতামত শেষে ধন্যবাদ জানিয়ে সভাপতির বক্তব্যে মো: রুহুল আমীন বলেন, আমরা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপনসহ ৫ টি কার্যক্রম পরিচালনা করবো। এই কার্যক্রম পরিচালনা করার জন্য আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। প্রতি বছর আপনারা যেভাবে অংশগ্রহণ করেন এ বছরও ঠিক একই ভাবে পাশে থাকবেন বলে আশা প্রকাশ করছি।