
মো: আম্মার হোসেন আম্মান :: বরিশালের জেলখানা মোড় ও নাজির মহল্লার সড়কের পাশেই ময়লার ভাগাড়, দুর্গন্ধ ও পরিবেশ দূষণে অতিষ্ঠ এলাকাবাসী, স্বাস্থ্যঝুঁকিতে শিশু ও বৃদ্ধরা
বরিশাল নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত জেলখানা মোড় ও নাজির মহল্লার সড়কপথ প্রতিদিন সন্ধ্যা নামতেই পরিণত হচ্ছে বিশাল ময়লার ভাগাড়ে। শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এই এলাকাটি ঘিরে রয়েছে ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা, রয়েছে চিকিৎসা ও প্রশাসনিক গুরুত্বপূর্ণ স্থাপনাও। অথচ দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও কর্তৃপক্ষের উদাসীনতায় সড়কের পাশে স্তূপ হয়ে জমছে পচা আবর্জনা, ছড়াচ্ছে অসহনীয় দুর্গন্ধ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার অনিয়ম এবং নজরদারির অভাবের কারণেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রতিদিন সন্ধ্যার পর ট্রলিভর্তি আবর্জনা এনে রাস্তায় ফেলা হয়, যা রাতভর পড়ে থেকে পুরো এলাকাজুড়ে ছড়ায় দুর্গন্ধ ও দূষণ। ফলে এলাকাটি এখন নগরীর অন্যতম স্বাস্থ্যঝুঁকিপূর্ণ অঞ্চলে পরিণত হয়েছে।
নাজির মহল্লার আবর্জনার ভাগাড়ের পাশে রয়েছে বরিশাল সদর হাসপাতাল, কয়েক পা দূরেই অবস্থিত বরিশাল কেন্দ্রীয় কারাগার। প্রতিদিন এই এলাকায় হাজার হাজার মানুষের যাতায়াত হলেও কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শিশু-বৃদ্ধরা চরম স্বাস্থ্যঝুঁকিতে
স্থানীয় চিকিৎসকরা সতর্ক করে বলেন, এ ধরনের অস্বাস্থ্যকর পরিবেশে বসবাসকারী নাগরিকরা নানান রোগব্যাধির মারাত্মক ঝুঁকিতে রয়েছেন। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের মধ্যে ডায়রিয়া, শ্বাসকষ্ট, ত্বকের সংক্রমণ ও অন্যান্য জটিল রোগের আশঙ্কা বেড়ে গেছে।
স্থানীয় বাসিন্দা আব্দুল করিম ক্ষোভ প্রকাশ করে বলেন,
“প্রতিদিন সন্ধ্যার পর বাড়ি থেকে বের হওয়াই কঠিন হয়ে পড়েছে। দুর্গন্ধের কারণে জানালা-দরজা বন্ধ রাখতে হয়, তবুও ঘরে দুর্গন্ধ ঢুকে পড়ে। এই অবস্থায় বসবাস করা একেবারেই অসম্ভব হয়ে উঠেছে।”
নীরব প্রশাসন, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী
এত বড় জনস্বাস্থ্য সংকটের মুখে থেকেও পরিবেশ অধিদপ্তর কিংবা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন বাসিন্দারা। একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো সমাধান না পেয়ে হতাশ তারা।
এলাকাবাসীর দাবি, খোলা ময়লার ভাগাড় অবিলম্বে সরিয়ে বর্জ্য ব্যবস্থাপনার জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ এবং নিয়মিতভাবে বর্জ্য অপসারণের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে জীবাণুনাশক ছিটানোর মতো প্রয়োজনীয় পদক্ষেপও নিতে হবে।
নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ এলাকায় এভাবে ময়লার ভাগাড় তৈরি হওয়া সিটি কর্পোরেশনের চরম অব্যবস্থাপনা ও উদাসীনতার জ্বলন্ত উদাহরণ। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।
বরিশাল নগরীর জেলখানা মোড় ও নাজির মহল্লা এখন দুর্গন্ধ, দূষণ ও রোগব্যাধির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। নাগরিকদের একটাই দাবি — অবিলম্বে খোলা ময়লার ভাগাড় সরিয়ে পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসম্মত পদক্ষেপ গ্রহণ করা হোক।