ঢাকাবৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে শেষ হলো ৫২তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা

ক্রাইম টাইমস রিপোর্ট
সেপ্টেম্বর ২৫, ২০২৫ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

বরিশালে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল জিলা স্কুল অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইকবাল হাসান, অনুষ্ঠানে  করেন বরিশাল জেলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম 

অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, বরিশাল সদর উপজেলা শাখা

দিনব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে যারা বিভিন্ন ইভেন্টে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে, সমাপনীতে তাদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

আয়োজকরা জানান, এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দলগত মনোভাব, নেতৃত্বগুণ ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলতে সহায়তা করে।