
নিজস্ব প্রতিবেদক :: বরিশালের সন্তান আরিফ রহমান বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। সাংবাদিকদের অধিকার রক্ষায় নিবেদিত এই সংগঠনের ২০২৫-২০২৬ সালের নির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন তিনি।
আরিফ রহমান দীর্ঘ ২৩ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত আছেন। তাঁর সাংবাদিকতা জীবনের শুরু ২০০২ সালে, বরিশাল থেকে প্রকাশিত দৈনিক সত্য সংবাদ, দৈনিক খবরসহ একাধিক পত্রিকায় কর্মরত ছিলেন। পরবর্তীতে তিনি দৈনিক বর্তমান, নিউজ টুডে, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, বরিশাল প্রতিদিন, দৈনিক আজকাল, দৈনিক বরিশাল সময় ,দৈনিক খবরসহ একাধিক প্রতিষ্ঠিত জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় দায়িত্ব পালন করেছেন।
আরিফ রহমান সাংবাদিকতার বিভিন্ন পর্যায়ে ব্যুরো চিফ, সিনিয়র রিপোর্টার, নির্বাহী সম্পাদক ও যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে সুনামের সঙ্গে কাজ করেছেন। এর আগে তিনি বিএমএসএফ বরিশাল জেলা কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন, সাংবাদিক সমন্বয়ে পরিষদের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমানে সাংবাদিক ইউনিয়ন সদস্য, এছাড়াও বর্তমানে তিনি বরিশাল বিভাগের জনপ্রিয় ম্যাগাজিন মুক্ত বুলি-এর লেখক ও নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।


