ঢাকামঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

কিংবদন্তি বলিউড অভিনেতা ধর্মেন্দ্র আর নেই

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ১১, ২০২৫ ১০:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

বিনোদন ডেস্ক :: কিংবদন্তি বলিউড অভিনেতা ধর্মেন্দ্র আর নেই।

বলিউডের জনপ্রিয় প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৮৯ বছর বয়স হয়েছিল এ কিংবদন্তি তারকার।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে’র প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে মৃত্যু হয়েছে এই অভিনেতার। শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য হাসপাতালে নেয়া হয়েছিল। পরে ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন তিনি। এ অবস্থায় সকালে তার মৃত্যু হয়।

১৯৩৫ সালের ৮ ডিসেম্বর পাঞ্জাবের নসরালি গ্রামে জন্ম ধর্মেন্দ্রর। ছোটবেলা থেকেই সিনেমার প্রতি বেশ আগ্রহ ছিল তার। পরিবারের দায়িত্ব সামলাতে তরুণ বয়সেই ভারতীয় রেলে কেরানির পদে চাকরি নেন। ওই সময় তার বয়স ছিল মাত্র ১৯ বছর। তারপর প্রথম বিয়ে হয় প্রকাশ কৌরের সঙ্গে।

এ সময় ধর্মেন্দ্র বুঝতে পারেন, রেলের চাকরিতে তার মন টিকছে না। জায়গা করে নেন ক্যামেরার সামনে। তারপর স্বপ্ন পূরণের আশায় পাড়ি জমান মুম্বাইয়ে। সেখানেও ভাগ্যকে সহজে লক্ষ্যে নিতে পারছিলেন না। ধারাবাহিকভাবে অডিশন দিতে থাকেন। ১৯৬০ সালে ‘দিল ভি তেরা হাম ভি তেরা’ সিনেমায় সুযোগ পান।

এ অভিনেতা দীর্ঘ ক্যারিয়ারে ‘শোলে’, ‘ছুপকে ছুপকে’, ‘ধরমবীর’, ‘ফুল অউর পাথর’, ‘সত্যকাম’, ‘রাজা জানি’, ‘রাখওয়ালা’র মতো একাধিক সুপারহিট সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন।