
বিনোদন ডেস্ক :: যাদের জন্য যৌন দৃশ্যে স্বস্তি পান অভিনেত্রী ফ্লোরেন্স পু।
অভিনেত্রী ফ্লোরেন্স পু সর্বশেষ ‘দ্য লুইস থেরউক্স পডকাস্ট’-এ ইন্টিমেসি কোঅর্ডিনেটরদের সঙ্গে তার অভিজ্ঞতা খোলাখুলিভাবে জানিয়েছেন। ফ্লোরেন্স বলেন, চলচ্চিত্রের যৌন দৃশ্যের সময় শিল্পীদের স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইন্টিমেসি কোঅর্ডিনেটররা কাজ করেন।
তিনি বলেন, ‘এরা জটিলতা কমিয়ে শুটিংটাকে সহজ করে তুলে। যৌন দৃশ্যগুলোকে স্বাভাবিক কাজ হিসেবে অনুভব করায়। পরিবেশটা কখনো ঘোলাটে বা বিব্রতকর হতে দদেয় না। আমি তাদের সঙ্গে কাজের ভালো ও খারাপ দু’ধরনের অভিজ্ঞতা পেয়েছি।’
পু উল্লেখ করেছেন, আগে অনেক যৌন দৃশ্য তিনি কোঅর্ডিনেটর ছাড়া শুট করেছেন। যদিও তিনি নিজের ওপর আত্মবিশ্বাসী ছিলেন। কিন্তু তিনি দেখেছেন, তখন কেউ কেউ বিব্রতকর পরিস্থিতি তৈরি করে দৃশ্য পরিচালনা করতেন। অভিনেত্রী হিসেবে তিনি সেগুলো উপভোগ করতেন না। বিশেষ করে একটা নিরাপত্তাহীনতা কাজ করতো। মনে হতো তাকে রক্ষা করার কেউ নেই শুটিং সেটে।
তবে বর্তমানে তিনি ইন্টিমেসি কোঅর্ডিনেটরদের সঙ্গে কাজ করে ফ্যান্টাস্টিক অভিজ্ঞতা পাচ্ছেন বলে দাবি করেন। তিনি বলেন, ‘এমনও একটি খারাপ উদাহরণ ছিল যেখানে কেউ দৃশ্যকে অদ্ভুত ও অস্বস্তিকর করে তুলেছিল। শুটিং স্বস্তির ছিল না। তবে সেখানে পরিবর্তন এসেছে।’
ফ্লোরেন্স আরও বলেন, ইন্টিমেসি কোঅর্ডিনেটররা নারীদেরকে সেটে আরও স্বাধীনতা দিচ্ছেন। তিনি জানান, ‘নারী হিসেবে ঘনিষ্ঠ দৃশ্যে শুটিং করা একটু জটিল। তাই অনেককিছু ভাবতে হয়।’
তিনি এক আবেগপূর্ণ দৃশ্যের উদাহরণ দেন যেখানে বারবার দৃশ্যটি করতে হয়েছিল। পু জানান, ‘আমি নারী হিসেবে কখনও পরিচালককে বলতে পারতাম না যে আর বেশি টেকের দরকার নেই। আমার সহশিল্পীই সেটে গিয়ে পরিচালককে জানিয়েছে যে ‘এটা করা দরকার নেই। যেটুকু হয়েছে সেটা পারফেক্ট। তখন বুঝতে পারলাম, আমি নিজে এই কথাটা বলতে পারতাম না। আমি বললে টিম মনে করতো নারী বলে আমি অস্বস্তি অনুভব করছি। কিন্তু যখন আমার সহ অভিনেতা বললো তখন সেটি খুব সহজেই গ্রহণ করা হলো।’
ফ্লোরেন্স পু মনে করেন, ইন্টিমেসি কোঅর্ডিনেটররা যৌন দৃশ্যের গল্প বোঝার, সংবেদনশীলতা এবং দৃশ্যের নৃত্যের মতো দিকগুলো শিখতে সাহায্য করেন। তিনি যোগ করেছেন, ‘ভালো কোঅর্ডিনেটরদের মাধ্যমে যা শিখেছি তা খুবই কার্যকর। যৌন দৃশ্যগুলো নিয়ে এখন আমার অস্বস্তি বা কষ্ট হয় না।’
মনে করেন, ইন্টিমেসি কোঅর্ডিনেটররা যৌন দৃশ্যের গল্প বোঝার, সংবেদনশীলতা এবং দৃশ্যের নৃত্যের মতো দিকগুলো শিখতে সাহায্য করেন। তিনি যোগ করেছেন, ‘ভালো কোঅর্ডিনেটরদের মাধ্যমে যা শিখেছি তা খুবই কার্যকর। যৌন দৃশ্যগুলো নিয়ে এখন আমার অস্বস্তি বা কষ্ট হয় না।’


