ঢাকামঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

সততা, আচরণ ও প্রচারণায় বাবুগঞ্জ–মুলাদীবাসীর আস্থায় জহির উদ্দিন বাবর

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ২৫, ২০২৫ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ::  সততা, আচরণ ও প্রচারণায় বাবুগঞ্জ–মুলাদীবাসীর আস্থায় জহির উদ্দিন বাবর।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করেনি বিএনপি। এতে দলটির স্থানীয় নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে এক ধরনের অনিশ্চয়তা ও হতাশা। প্রার্থী না থাকায় নির্বাচন কেন্দ্রিক কোনো দৃশ্যমান প্রচারণাও চলছে না বিএনপির পক্ষ থেকে।
অন্যদিকে জামায়াতে ইসলামী প্রায় ১০ মাস আগেই এ আসনে বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন বাবরের নাম ঘোষণা করে। প্রার্থী ঘোষণার পর থেকেই তিনি ধারাবাহিকভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
স্থানীয়দের মতে, জামায়াতের মনোনীত প্রার্থী জহির উদ্দিন মুহাম্মদ বাবর প্রতিদিন বাবুগঞ্জ ও মুলাদীর বিভিন্ন এলাকায় একাধিক উঠান বৈঠক ও গণসংযোগ করছেন। তিনি নিয়মিতভাবে স্থানীয় মানুষের খোঁজখবর নিচ্ছেন, সুখে-দুঃখে পাশে থাকছেন এবং অতীত সরকারের দুঃশাসন থেকে শুরু করে ৫ আগস্ট পরবর্তী সময়ের বিএনপির নৈরাজ্য—সব বিষয়ই ভোটারদের সামনে তুলে ধরছেন। তার সঙ্গে স্থানীয় জামায়াত নেতাকর্মীরাও বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালাচ্ছেন।
অপরদিকে বিএনপি এখনো প্রার্থী ঘোষণা না করায় দলটির অভ্যন্তরে হতাশা বিরাজ করছে। মাঠে সক্রিয় রয়েছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। এদের প্রার্থীরাও ইতোমধ্যে প্রচারণা জোরদার করেছেন।

বরিশাল-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা মো. সিরাজুল ইসলাম—যিনি দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা সভাপতি। এবি পার্টির প্রার্থী দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের পক্ষেও নিয়মিত প্রচারণা চলছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি এখন পর্যন্ত কোনো প্রার্থী ঘোষণা না করায় জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এবি পার্টি সুযোগ কাজে লাগিয়ে আসনটি নিজেদের নিয়ন্ত্রণে নিতে তৎপরতা চালাচ্ছে। তবে বিএনপি প্রার্থী দিলে পরিস্থিতিতে পরিবর্তন আসতে পারে এবং প্রতিযোগিতা আরও চ্যালেঞ্জিং হবে।
স্থানীয় বেশ কয়েকজন অরাজনৈতিক ব্যক্তি বলেন, “মার্জিত আচরণ, সাদাসিধে স্বভাব ও সততায় বাবর ভাই আমাদের কাছে অনন্য। তার কাছে চাষাভুষা থেকে শুরু করে ভিআইপি—সবাই সহজেই যেতে পারে। আমরা দলমত নির্বিশেষে বাবুগঞ্জ–মুলাদীবাসী আগামী নির্বাচনে এমন একজন জনসেবককে বিজয়ী দেখতে চাই।”