
নিজস্ব প্রতিবেদক :: বরিশালে দরিদ্র, ঝরে পড়া ও ঝুঁকিপূর্ণ শিক্ষার্থীদের সবজি বীজ বিতরণ করেছে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ ও এফডিসিএস (Family Development for Children with Sponsorship) প্রকল্প।
ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ ও এফডিসিএস-এর যৌথ উদ্যোগে ও ইন্টারঅ্যাক্ট সুইডেনের অর্থায়নে আজ শনিবার বরিশাল সিটি করপোরেশনের ডাবলিউসিবি (WCB) এরিয়া অফিসে এসব বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সদর উপজেলার ইউএনও মানজুরা মুশাররফ।
তিনি বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ধরে রাখতে আর্থিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও স্বনির্ভরতার জন্য সবজি বীজ বিতরণ কার্যক্রম প্রশংসনীয় উদ্যোগ।
অনুষ্ঠানে জানানো হয়, এফডিসিএস স্কলারশিপ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে টিউশন ফি প্রদান ও তাদের পরিবারকে সহায়তার অংশ হিসেবে সবজি বীজ বিতরণ করা হয়েছে। এতে শিক্ষার্থীদের শিক্ষা ব্যয় লাঘবের পাশাপাশি পরিবারের অর্থনৈতিক স্বনির্ভরতা বৃদ্ধিতেও ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে প্রকল্পের বিভিন্ন কর্মকর্তা, উপকারভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।


