
নিজস্ব প্রতিবেদক :: ঘন কুয়াশায় দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ৮
ঘন কুয়াশায় চাঁদপুরের হাইমচরের নীলকমল এলাকায় দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৮ যাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে যাত্রীদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ১টা থেকে ২টার মধ্যে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক বছির আলী।
বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার কবলে পড়া লঞ্চ দুটি হচ্ছে ঢাকামুখী এমভি জাকির সম্রাট-৩ এবং ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালমুখী অ্যাডভেঞ্চার-৯।
অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের যাত্রী জাহিদুল ইসলাম বলেন, ‘যে দুজন মারা গেছে তারা জাকির সম্রাট লঞ্চের যাত্রী। আমাদের লঞ্চের কোনো যাত্রী নিহত হয়নি। মারা যাওয়া যাত্রীরা লঞ্চের কিনারায় ছিল এবং লঞ্চে ধাক্কা লাগায় তারা নিজেদের সামলাতে পারেনি। তবে ঘটনার পর লঞ্চগুলো যে যার গন্তব্যে চলে যায়। আমি নিরাপদে ঝালকাঠি এসে পৌঁছেছি।’
এ বিষয়ে বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক বছির আলী বলেন, ‘ঘন কুয়াশায় এ দুর্ঘটনা ঘটতে পারে প্রাথমিকভাবে ধারণা করছি। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। নিহতদের মরদেহ নিয়ে দুর্ঘটনার পর জাকির সম্রাট লঞ্চটি ঢাকা সদরঘাটে চলে গেছে।’


