ঢাকাশুক্রবার , ২৬ ডিসেম্বর ২০২৫

জিয়াউর রহমানের অবিকল প্রতিচ্ছবি তারেক রহমান

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ২৬, ২০২৫ ৩:৩২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: জিয়াউর রহমানের অবিকল প্রতিচ্ছবি তারেক রহমান।

বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানের নাম উচ্চারিত হলেই ফিরে আসে স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের স্মৃতি। তারেক রহমানকে অনেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবিকল প্রতিচ্ছবি হিসেবে দেখেন।

 

‘কথা বলার বাচনভঙ্গি শারীরিক গঠন এবং চেহারারও অসম্ভব মিল নতুন করে সবার মধ্যেই উপলব্ধিকে গাঢ় করেছে কে জিয়াউর রহমানেরই অবিকল প্রতিচ্ছবি তারেক রহমান’

 

পিতার আদর্শ, চিন্তা ও নেতৃত্বের দৃঢ়তা এবং রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে মিল থাকলেও রাজনৈতিক বাস্তবতা ও সময়ের পরিবর্তনের কারণে তারেক রহমান কিছু স্বতন্ত্র ও যুগোপযোগী পরিকল্পনা সামনে এনেছেন, যা তাকে স্বতন্ত্র পরিচিতি দিচ্ছে।

 

দলীয় সূত্র ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের অন্যতম প্রধান পরিকল্পনা হলো দলীয় সংস্কার ও প্রাতিষ্ঠানিক শক্তিশালীকরণ।

 

তিনি ব্যক্তি নির্ভর রাজনীতির পরিবর্তে নীতি নির্ভর ও কাঠামোগত রাজনীতির ওপর জোর দিচ্ছেন। বিএনপিকে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত একটি সুসংগঠিত ও জবাবদিহিমূলক দলে রূপ দেওয়াই তার লক্ষ্য।

 

আরেকটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা হলো তরুণ ও নতুন নেতৃত্বকে সামনে আনা। জিয়াউর রহমানের সময়কার অভিজ্ঞ নেতৃত্বের পাশাপাশি তারেক রহমান আধুনিক শিক্ষায় শিক্ষিত, প্রযুক্তি বান্ধব ও নীতিগতভাবে সচেতন তরুণদের রাজনীতিতে সম্পৃক্ত করতে আগ্রহী। তিনি মনে করেন, ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব গড়ে তুলতে তরুণদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।

 

অর্থনৈতিক ক্ষেত্রে তারেক রহমান কর্মসংস্থান ভিত্তিক উন্নয়ন ও উদ্যোক্তা সহায়তাকে অগ্রাধিকার দিতে চান। ক্ষুদ্র ও মাঝারি শিল্প, প্রবাসী আয় ব্যবস্থাপনা এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার মাধ্যমে টেকসই উন্নয়নের রূপরেখা তার পরিকল্পনার অংশ।

 

এ ছাড়া তিনি ডিজিটাল প্রশাসন ও সুশাসন নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছেন। দুর্নীতিবিরোধী কাঠামো জোরদার করা, স্বাধীন প্রতিষ্ঠান কার্যকর করা এবং আইনের শাসন প্রতিষ্ঠা তার রাজনৈতিক অগ্রাধিকারের তালিকায় রয়েছে।

 

সব মিলিয়ে, আদর্শ ও চেতনায় জিয়াউর রহমানের উত্তরাধিকার বহন করলেও, সময়ের চাহিদা অনুযায়ী নিজস্ব পরিকল্পনা ও দৃষ্টিভঙ্গির মাধ্যমে তারেক রহমান নিজেকে একজন স্বতন্ত্র রাজনৈতিক নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। এমনটাই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।