ঢাকাবৃহস্পতিবার , ১ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে বিশেষ কম্বিং অপারেশন : অবৈধ জাল জব্দ ও বিনষ্ট

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ১, ২০২৬ ৩:১৪ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে বিশেষ কম্বিং অপারেশন : অবৈধ জাল জব্দ ও বিনষ্ট।

বরিশালে অবৈধ মাছ শিকার রোধে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করেছে মৎস্য বিভাগ ও নৌ-পুলিশ। অভিযানে সাতটি অবৈধ বেহুন্দী জাল ও দুইটি চর ঘেরা জাল জব্দ করে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত হিজলা উপজেলার বিভিন্ন নদী এলাকায় এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন হিজলা উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম এবং হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর আব্দুর রহমান সওদাগর।

সংশ্লিষ্টরা জানান, অবৈধ জালের কারণে নদীর মাছের প্রজনন ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ছে। তাই সরকারি নির্দেশনা অনুযায়ী নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অভিযানের মাধ্যমে নদীর পরিবেশ ও মাছের স্বাভাবিক বংশবিস্তার রক্ষা করা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।