ঢাকাসোমবার , ৫ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে অনৈতিক কর্মকাণ্ড নারী-পুরুষ হাতেনাতে আটক

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ৫, ২০২৬ ১০:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে অনৈতিক কর্মকাণ্ড নারী-পুরুষ হাতেনাতে আটক।

 নগরীর নতুল্লাবাদ এলাকার একটি আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক নারী ও এক পুরুষকে হাতেনাতে আটক করা হয়েছে। রবিবার সকাল আনুমানিক ১০টার দিকে স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে বিষয়টি প্রকাশ পায়। খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, নারীটির নাম আখি আক্তার (৪৫), অপর নাম লাকি আক্তার। তিনি গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের শৈলাকর গ্রামের আকন বাড়ির সেকেন্দার আকনের মেয়ে। অপরদিকে পুরুষটির নাম শফিকুল বয়স (৩৫), পেশায় রাজমিস্ত্রি। তার বাড়ি শিকারপুর সরকারি দেওয়া ঘর গুচ্ছগ্রামের ৫২ নম্বর ঘরে থাকে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উভয়েই অভিযোগের বিষয়ে স্বীকারোক্তি দেন বলে জানা গেছে। তবে পরবর্তীতে হোটেল কর্তৃপক্ষের সহযোগিতায় তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আখি আক্তার বিবাহিত। তার স্বামীর নাম নজরুল সরদার, বাড়ি পশ্চিম বামরাইল ২ নম্বর ওয়ার্ডের সরদার বাড়ি এলাকায়। তার দুই সন্তানের মধ্যে বড় ছেলে মৃত্যুবরণ করেছে এবং ছোট ছেলে একটি মাদ্রাসায় পড়াশোনা করছে। অপরদিকে শফিকুলও বিবাহিত এবং তার দুই ছেলে রয়েছে। মহিলার স্বামীর বাড়ি আশেপাশে খোঁজ নিয়ে দেখা যায় এ মহিলা অনেক উশৃংখল এবং তার একটি বড় চক্র আছে সেখানে আরো অনেক লোকজন দলে প্রায় ৫-৬ জন মিলে তারা লোকদের ফাঁদে ফেলে তারই শিকার শফিকুল দীর্ঘ ৩ মাস ধরে তার বাড়ির কাজ করিয়ে কোন পারিশ্রম না দিয়ে তার সাথে অনৈতিক সম্পর্কে লিপ্ত হন আখি আক্তার।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড রোধে আবাসিক হোটেলগুলোর নিয়মিত তদারকি জোরদার করা এবং প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।