
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :: বরিশালের বাবুগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। ব্যতিক্রমী এই হাডুডু খেলাটি আয়োজন করে দেহেরগতি ইউনিয়ন যুবসমাজ ও সাফা ক্যাবল নেটওয়ার্ক।
শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৪টায় বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় তরুণ জাগো ও মোল্লা কিংস দল অংশগ্রহণ করে। নির্ধারিত সময় শেষে উভয় দল এক-এক গোলে সমতায় থাকায় দুই দলকেই যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনপ্রবাসী ঈদলকাঠি এলাকার কৃতি সন্তান ডা. আবদুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মো. রকিবুল হাসান খান রাকিব, বিশিষ্ট সমাজসেবক মো. খলিলুর রহমান, দেহেরগতি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হাসান মাহমুদ বরকত বিশ্বাস, সরকারি আবুল কালাম কলেজের প্রভাষক মো. নুরুন্নবী রাসেল এবং দেহেরগতি ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. শাহিন বিশ্বাস।
খেলা দেখতে দূর-দূরান্ত থেকে বিপুল সংখ্যক দর্শনার্থী উপস্থিত হন। এছাড়া নারী দর্শকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। দর্শনার্থীরা এমন ব্যতিক্রমী ও ঐতিহ্যবাহী আয়োজন আরও নিয়মিত করার দাবি জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. আবদুল আউয়াল বলেন, কালের বিবর্তনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা আজ হারিয়ে যেতে বসেছে। তথ্যপ্রযুক্তির এই যুগে নতুন প্রজন্ম খেলাটির নামই ভুলে যাচ্ছে। ঐতিহ্য রক্ষা এবং কিশোর-যুবসমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজনের বিকল্প নেই।
তিনি ভবিষ্যতেও গ্রামীণ ক্রীড়া ও সংস্কৃতি রক্ষায় এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।


