
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :: বরিশালের বাকেরগঞ্জে অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (১১ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার কয়েকটি ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।
বাকেরগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভূমি তন্ময় হালদার এ অভিযান পরিচালনা করেন। বাকেরগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিসসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা অভিযানে সহযোগিতা করেন।
নিয়ম না মেনে ইট উৎপাদন, কাঁচা ইট খোলা জায়গায় স্তূপ করে রাখা, চিমনি মানদণ্ড না মানা এবং কৃষিজমি নষ্ট করার পাশাপাশি অবৈধ কাঠ ব্যবহার ও পরিবেশগত ক্ষতির প্রমাণ পাওয়ায় গারুড়িয়া ইউনিয়নের লাইসেন্সবিহীন দুবাই ব্রিকস ও কলসকাঠী ইউনিয়নের লাইসেন্সবিহীন খান ব্রিকস এবং ওয়ান স্টার ব্রিকস) এই তিন ভাটায় অভিযান পরিচালনা করা হয়।অভিযানে ইটভাটার ড্রাম চিমনী ভেঙ্গে দেওয়া ও কাঁচা ইট ধ্বংস করা হয়।
অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ ও বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৩ ভাটায় অর্থদণ্ড মোট ৩ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার বলেন, পরিবেশ রক্ষা এবং জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে। অবৈধ ইটভাটা বন্ধে কারো প্রতি কোনো প্রকার শিথিলতা দেখানো হবে না বলেও তিনি সতর্ক করেন।


