
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীতে ইয়াবাসহ আটক, ১
বরিশাল কাউনিয়া থানার বিশেষ মাদকবিরোধী অভিযানে ৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়েছে। এ সময় তার সহযোগী কৌশলে পালিয়ে যায়।
জানাযায়, গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ৮টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) হরষিৎ মন্ডলের নেতৃত্বে এসআই (নিঃ) উজ্জল ভক্ত, এএসআই বিপুল বিশ্বাস, এএসআই উজ্জল মিয়া, এএসআই মো. শফিকুল ইসলাম ও এএসআই মো. রতন সহ একটি অভিযানিক দল নগরীর ১ নম্বর ওয়ার্ড হাওলাদার বাড়ি পাসর্পেটি গলিতে অভিযান চালায়।
অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে মো. বাপ্পি হাওলাদার (২২) নামে এক যুবককে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে তার কাছ থেকে ৩২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে এ সময় তার সহযোগী মো. ইমরান হোসেন রুজবেল্ট (৩৬) কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশ জানায়, আটক বাপ্পি হাওলাদার ইয়াবা বিক্রির উদ্দেশ্যে মাদকটি নিজের হেফাজতে রেখেছিলেন এবং পলাতক আসামি এ কাজে সহযোগিতা করছিলেন। এ ঘটনায় কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।


