
রিপোর্টার পারভেজ :: নতুন নারী উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বরিশালে “এসো উদ্যোক্তা হই” কর্মসূচির আওতায় Product Promotion & Digital Marketing with Canva শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এসএমই ফাউন্ডেশন এর উদ্যাগে ও বরিশাল উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সার্বিক সহযোগিতায় ১১-১২ ই জানুয়ারি দুইদিন ব্যাপী নগরীর আমির কুটির আভাস ভবনের প্রশিক্ষণ কেন্দ্রে এই কর্মশালার আয়োজন করা হয়।
উক্ত কর্মশালায় বিভিন্ন শ্রেণি-পেশার নারী উদ্যোক্তারা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন।প্রশিক্ষণে ক্যানভা ব্যবহার করে পণ্যের আকর্ষণীয় ডিজাইন তৈরি, সোশ্যাল মিডিয়ায় পণ্য প্রচার, ডিজিটাল মার্কেটিং কৌশল, ব্র্যান্ডিং ও অনলাইন কনটেন্ট তৈরির বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হয়। এতে প্রশিক্ষকরা আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে কীভাবে স্বল্প খরচে ব্যবসা সম্প্রসারণ করা যায় সে বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশন এর সহকারী ব্যবস্হাপক ইমরাত -ই- জান্নাত ইমু,মোঃ মহিদুল ইসলাম প্রশিক্ষক এসএমই ফাউন্ডেশন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আভাস এর নির্বাহী পরিচালক রাহিমা সুলতানা কাজল, বরিশাল উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি বিলকিস আহমেদ লিলি।
আয়োজকরা বলেন, ডিজিটাল প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে নারী উদ্যোক্তারা খুব সহজেই নিজেদের পণ্য ও সেবাকে বৃহত্তর বাজারে পরিচিত করতে পারবেন। এ ধরনের প্রশিক্ষণ নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
কর্মশালায় অংশগ্রহণকারীরা এমন উদ্যোগকে সময়োপযোগী ও কার্যকর উল্লেখ করে ভবিষ্যতে আরও প্রশিক্ষণের আয়োজনের দাবি জানান।


