ঢাকামঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জে আশঙ্কাজনক হারে বেড়েছে বৃদ্ধি চুরি-ছিনতাই জনমনে আতঙ্ক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন! 

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ১৩, ২০২৬ ৪:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :: বরিশালের বাবুগঞ্জ থানার বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে চুরি ও ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। চুরি আতঙ্কে অনেক পরিবার রাতে নির্ঘুম সময় পার করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত এক সপ্তাহে বাবুগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় একাধিক সিঁধেল চুরি ও অন্তত ৪/৫ টি গভীর নলকূপ চুরির ঘটনা ঘটেছে।
চোরচক্র গভীর রাতে নলকূপের পাইপের কিছু অংশ ফেলে রেখে মূল অংশ খুলে নিয়ে গিয়ে অন্যত্র বিক্রি করে দিচ্ছে। পাশাপাশি এলাকায় ছিচকে চুরির ঘটনাও নিয়মিত ঘটছে।
চুরি বৃদ্ধির বিষয়ে স্থানীয়দের অভিযোগ, বাবুগঞ্জ থানার পুলিশের উদাসীনতার কারণেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। একের পর এক চুরির ঘটনায় সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়লেও কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না বলে তাদের দাবি।
বাবুগঞ্জের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবুল কাশেম জানান, গত ৯ তারিখ রাতে বাবুগঞ্জের পাঁচ রাস্তার অদূরে তার নিজ বসতবাড়ির সামনে স্থাপিত গভীর নলকূপের উপরের অংশ খুলে নিয়ে যায় চোরেরা। একই রাতে আশপাশের আরও চার থেকে পাঁচটি নলকূপের মাথা চুরি হয়।
এছাড়াও উপজেলার দেহেরগতি ইউনিয়নে গত সোমবার ভোররাতে রতন সরদার নামে এক ব্যক্তির বসতঘরে চুরির ঘটনা ঘটে। এতে ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল খোয়া যায় বলে জানা গেছে।
স্থানীয় সমাজসচেতন মহলের ধারণা, এসব চুরি ও ছিনতাইয়ের পেছনে মাদকাসক্তদের সংশ্লিষ্টতা রয়েছে। মাদকের অর্থ জোগাড় করতে তারা এসব ছিচকে চুরিতে জড়িয়ে পড়ছে বলে মনে করছেন তারা।
এ বিষয়ে বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. এহতেশামুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের চোর ধরিয়ে দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি উল্টো প্রশ্ন করেন
—‘কোথায় চুরি হয়েছে?’
এদিকে বিষয়টি নিয়ে বরিশাল জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বরিশাল জেলা পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বদ্ধপরিকর।
এলাকাবাসীর দাবি, দ্রুত টহল জোরদার, চোরচক্র শনাক্ত এবং মাদকবিরোধী কার্যকর অভিযান পরিচালনার মাধ্যমে বাবুগঞ্জে স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনা হোক।