ঢাকারবিবার , ১৪ জানুয়ারি ২০২৪

শিক্ষা কারিকুলামে পরিবর্তন আসবে: শিক্ষামন্ত্রী

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ১৪, ২০২৪ ২:২১ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: শিক্ষা কারিকুলামে পরিবর্তন আসবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত কাজ চলছে। শিক্ষা কারিকুলাম নিয়ে সমালোচনা আছে। প্রয়োজন সাপেক্ষে অবশ্যই পরিবর্তন করা যাবে। রোববার (১৪ জানুয়ারি) সকালে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে কাজ করেছি। চ্যালেঞ্জ দেখেছি। তিনি সফল মন্ত্রী। শিক্ষা রূপান্তরের কাজ করছি।

বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের কাজ চলছে। স্মার্ট সিটিজেন তৈরি করার জন্য প্রয়োজন স্মার্ট এডুকেশন।
তিনি বলেন, শিক্ষার মধ্যে ধারাবাহিকতা থাকতে হয়। সেটা অবশ্যই আছে।এছাড়া বিশ্ববিদ্যালয় পর্যন্ত কর্ম সংশ্লিষ্ট বিষয়গুলোতে গুরুত্ব দেয়া হবে।
মন্ত্রী আরও বলেন, শিক্ষা কারিকুলাম হঠাৎ করে আরোপ হয়নি। আমরা আগেও বলেছি এটি যেকোনো সময় পরিবর্তন করা যাবে। প্রয়োজন সাপেক্ষে অবশ্যই পরিবর্তন করা যাবে। এছাড়া মূল্যায়নের জায়গায়ও সীমাবদ্ধতা আছে।

সেখানে পরিবর্তন আসবে। এটি স্থায়ী কোনো বিষয় নয়।