
নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ১০০০ পিস ইয়াবাসহ মোঃ জাহিদুল ইসলাম জুয়েল শেখ (৩০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।
রোববার (১৪ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে নগরীর ২৭নং ওয়ার্ডস্থ কুদঘাটা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। রাতে এক ই-মেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।
আটক মোঃ জাহিদুল ইসলাম জুয়েল শেখ চাদপুর সদর উপজেলার পশ্চিম সকদির মৃত মজিবর রহমান শেখের ছেলে।
পুলিশ জানায়- গোপন সংবাদের ভিত্তিতে এসআই মেহেদী হাসানের নেতৃত্বে এসআই পিন্টু পাল, এএসআই আউয়াল, এএসআই মহসিন ও এএসআই সবুজ রোববার দুপুর দেড়টার দিকে এয়ারপোর্ট থানাধীন ২৭নং ওয়ার্ডস্থ কুদঘাটা বাজার এলাকায় অভিযান চালিয়ে মোঃ জাহিদুল ইসলাম জুয়েল শেখকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১০০০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


