ঢাকাসোমবার , ১৫ জানুয়ারি ২০২৪

শিশু আয়ানের মৃত্যুতে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ১৫, ২০২৪ ২:১৪ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: শিশু আয়ানের মৃত্যুতে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল

খৎনা করতে গিয়ে রাজধানীতে শিশু আয়ানের মৃত্যুর ঘটনা তদন্ত করে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ হাইকোর্টের। এছাড়া আয়ানের পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ কেন নয় জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

সোমবার (১৫ জানুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। আগামী ১ মাসের মধ্যে ডিজি হেলথকে নির্দেশ দিয়েছেন সারাদেশে কতগুলো বৈধ ও অবৈধ হাসপাতাল আছে তার তালিকা দাখিল করার জন্য। পাশাপাশি গত ১৫ বছরে ইউনাইটেড হাসপাতালের অবহেলায় কতগুলো প্রাণ ঝরেছে ৩ মাসের মধ্যে তালিকা জমা দেয়ার নির্দেশ হাইকোর্টের।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ বি এম শাহজাহান আকন্দ মাসুম। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।

জড়িত দুই চিকিৎসক সাইদ সাব্বির ও তাসনুভা মেহেরজাবিন এবং হাসপাতালের পরিচালক বশির মোল্লাকে গ্রেফতারের দাবি জানান আয়ানের বাবা।