
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :: বরিশাল বিভাগের পিরোজপুরের কাউখালীতে দুইদিন ব্যাপী শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের আয়োজনে রবিবার থেকে মকর সংক্রান্তি উৎসব উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে পিঠা উৎসব, সূর্য পূজা ও নবান্ন উৎসব পালিত হয়েছে। উৎসবে দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। বাংলাদেশ থেকে ১১৯ টি শাখা সংঘের নেতৃবৃন্দ এ উৎসবের যোগদান করেন। অনুষ্ঠানে আরও রয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠানমালা। উৎসবের নেতৃত্ব দেন শ্রী গুরু সংঘের বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের নেতৃবৃন্দ। কেন্দ্রীয় আশ্রমের সাধারণ সম্পাদক এডভোকেট রণঞ্জয় কৃষ্ণ দত্ত বলেন, আমরা আশা করি প্রতি বছর পৌষ সংক্রান্তিতে এ আয়োজন করে থাকবো।