নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ৩ কেজি গাঁজাসহ আটক ১
বরিশাল নগরের দক্ষিণ আলেকান্দা থেকে তিন কেজি গাঁজাসহ মোনতাজউদ্দিন মোশারফ (৪৭) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) অভিযান পরিচালনা করে তাকে আটক করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক মোশারফ কুমিল্লার দাউকান্দি থানার কলাসোনা গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে নগরীর দক্ষিণ আলেকান্দর ভাড়া বাসায় অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে বস্তাবন্দি তিন কেজি গাঁজাসহ মোশারফকে আটক করা হয়। পরে এ ঘটনায় মামলা করা হয়েছে।