ঢাকাবুধবার , ১৭ জানুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যাগে শীত বস্র বিতরণ সম্পন্ন

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ১৭, ২০২৪ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যাগে শীত বস্র বিতরণ সম্পন্ন

 

বরিশাল সিটি কর্পোরেশন এর উদ্যাগে শীতার্ত মানুষের মাঝে শীত বস্র বিতরণ সম্পন্ন হয়েছে।১৭ই জানুয়ারি বুধবার দুপুর ১২ টা ৩০ মিনিটে নগরীর ২৯নং ওয়ার্ড কাশিপুর বাজারে এই আয়োজন করা হয়।

উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশন এর মেয়র পত্নী সমাজ সেবিকা ও নারী নেত্রী লুনা আব্দুল্লাহ।এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ওয়ার্ড কাউন্সিলর ফরিদ আহমেদ,সংরক্ষিত আসনের কাউন্সিলর কামরুন্নাহার রোজী বেগম,আব্দুল কাদের হাওলাদারসহ ওয়ার্ডের আওয়ামীলীগের বিভিন্ন নেতৃবৃন্দ।

এ সময়ে প্রধান অতিথি লুনা আব্দুল্লাহ তার বক্তব্যে বলেন এটা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদের জন্য উপহার,বরিশাল নগরের ৩০টি ওয়ার্ডে মেয়রের মাধ্যমে আপনাদের হাতে তুলে দিবো ইনশাআল্লাহ।সবাই প্রধানমন্ত্রী ও মেয়র খোকন সেরনিয়াবাত এর জন্য দোয়া করবেন যাতে সবসময় আপনাদের পাশে থাকতে পারে।

উক্ত ওয়ার্ডের ৫শতাধিক সাধারণ মানুষের মাঝে শীত বস্র কম্বল তুলে দেন প্রধান অতিথি।শীতবস্ত্র কম্বল পেয়ে আবেগ আপ্লূত হয়ে এক বৃদ্ধ নারী বলেন শীতে খুব কষ্টে ছিলাম এখন আরামে ঘুমাতে পারবো দোয়া করি এমন আয়োজন করার জন্য।