রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :: বরিশাল বিভাগের পিরোজপুরের কাউখালীতে ফুটপাতে দোকানগুলোতে গরম কাপড় কেনার জন্য উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। শুক্রবার (১৯ জানুয়ারি) কাউখালী সদরের হাটের দিনে বিভিন্ন রোডে ফুটপাতের কাপড়ের দোকানগুলোতে গরম কাপড় কেনার জন্য ক্রেতারা ভিড় করছে। টানা এক সপ্তাহ হাড় কাঁপানো শীত ও হিমেল ঠান্ডা বাতাস কারনে শীত বেশি পড়ার কারণে ক্রেতাদের ভিড় গরম পোশাক বিক্রি করার দোকানগুলোতে বেশি লক্ষ্য করা যায়। ফুটপাতে দোকানগুলোতে তুলনামূলকভাবে কম মূল্যে শীতের কাপড় চোপড় কেনাকাটা করা যায় বিধায় এখানে নিম্ন আয়ের মানুষের পাশাপাশি মধ্য ও স্বল্প আয়ের মানুষরা ভিড় করছে। উপজেলার কাঠালিয়া গ্রাম থেকে গরম কাপড় কিনতে আসা দিনমজুর আব্দুস সালাম বলেন অন্যান্য দোকানের চেয়ে ফুটপাতের দোকানে একটু কম মূল্যে কেনা যায়, বিধায় আমরা এখানে এসে সাশ্রয় কেনাকাটা করতে পারি। ফুটপাতে নিয়মিত দোকানদার আলী হোসেন জানান ,আমরা কম দামে শীতের গরম পোশাক সহ অন্যান্য কাপড়-চোপড় বিক্রি করতে পারি কারণ আমরা সামান্য লাভই বিক্রি করতে পারি। আমাদের দোকান ভাড়া ও অন্যান্য খরচ কম বিদায় আমরা বছরের সব সময়ই বিভিন্ন ধরনের পোশাক কম দামে বিক্রি করে থাকি। আমরা যে পোশাক ফুটপাতে ১০০ টাকা বিক্রি করি ওই পোশাক শপিংমলের দোকানে উঠলে তার দাম হবে ৪০০ থেকে ৫০০ টাকা।