নিজস্ব প্রতিবেদক :: আওয়ামী লীগ সরকার জনগণ নয়, অন্য কারও ওপর ভর করে ক্ষমতায় আছে বলে দাবি করেছেন ইসলামী আন্দোলনের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম।
শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয় শিক্ষক ফোরাম আয়োজিত সেমিনারে এ দাবি করেন তিনি।
সেমিনারে চরমোনাই পীর আরও দাবি করেন, ইসলাম ধ্বংসের নীলনকশা বাস্তবায়ন করা হচ্ছে। নতুন পাঠ্যসূচি তারই অংশ। এ পাঠ্যসূচি বাতিলের দাবিতে ২৫ জানুয়ারি জেলায় জেলায় মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেন তিনি।
সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেন, সিংহভাগ জনগণ সরকারের সাথে নেই। তার প্রমাণ ৭ জানুয়ারির ভোট। আর ঘরে বসে থাকার সময় নেই। বসে থাকলে ইসলাম ও জাতি থাকবে না। ঈমান রক্ষার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।