নিজস্ব প্রতিবেদক :: পিরোজপুরে অবৈধ ইট ভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা
পিরোজপুরের মঠবাড়িয়ায় পরিবেশের জন্য ক্ষতিকর একটি অবৈধ ইটের পাঁজার (ভাটা) মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। অভিযুক্ত ইট ভাটার মালিকের নাম জাকির হাওলাদার। তিনি উপজেলার হোগলপাতি গ্রামের বাসিন্দা।
শনিবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার ভূমি) সৈকত রায়হান এর উদ্যোগে এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এসময় মঠবাড়ীয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে, জাকির হাওলাদার প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে প্রভাব দেখিয়ে হোগলপাতি গ্রামে ইটের পাঁজার (ভাটা) প্রস্তুত করেন। ইট পোড়ানোর জন্য বিপুল পরিমানের কাঠ স্তুপ করেন। বিগত দিন গুলোতে প্রশাসনের চোঁখ ফাকি দিয়েকাঠ পুড়িয়ে ইটের ভাটা করে আসছিলেন। এতে স্থানীয় পরিবেশ মারাত্মক হুমকির মুখে পরে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান বলেন, জাকির হাওলাদার প্রশাসনের চোঁখ ফাকি দিয়ে প্রভাব দেখিয়ে ইটের পাঁজার প্রস্তুত করেছিলো। এখানে অভিযান চালিয়ে ফায়ার সার্ভিস কর্মিদের দ্বারা অবৈধ ইটের পাজা গুড়িয়ে দেওয়া হয়েছে। পরিবেশের জন্য ক্ষতিকরার জন্য তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, এ অভিযান অব্যহত থাকবে।