ঢাকারবিবার , ১০ মার্চ ২০২৪

বরিশালে ফ্রেশসহ অন্য কোম্পানির সিলিন্ডার বহন করায় প্যাট্রোম্যাক্স’র মিনি ট্রাক থানায় আটক

ক্রাইম টাইমস রিপোর্ট
মার্চ ১০, ২০২৪ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

খান রাসেল :: বরিশালে বিভিন্ন কোম্পানির সিলিন্ডারসহ প্যাট্রোম্যাক্স’র মিনি ট্রাক থানায় আটক।

বরিশাল নগরীতে বেশ কিছুদিন ধরে পেট্রোম্যাক্স গ্যাস সিলিন্ডার কোম্পানির মিনি ট্রাকে বিভিন্ন কোম্পানির সিলিন্ডার বহন করতে দেখা যায় যেটি সম্পূর্ণ অবৈধ।
ঘটনাটি ফ্রেশ কোম্পানির ডিস্টুবিউটার মতিউর রহমান সোহেলসহ আ ন ম সাইফুল আহসান আজিম। মহিউদ্দিন খান রুবেল।(লাভস) ৪ সাইদুর রহমান(দুবাই বাংলা) ৫ দীপ সাহা (ওমেরা) ৬ সরদার কবির(বেক্সিমকো) ৭ আসিফ ইকবাল (জে এম আই) ৮ একরামুল হুদা বাপ্পি (ইউনি) ৯ নিজাম উদ্দিন (সেনা) ১০ মোজাম্মেল (নাভানা) ১১ আরিফ (ওরিয়ান) এর চোখে পড়ে এক পর্যায়ে তারা পুলিশকে জানালে পুলিশ গাড়িটি (৯ মার্চ শনিবার) আটক করে বরিশাল কোতোয়ালী মডেল থানা নিয়ে যায় পুলিশ। থানা থেকে পেট্রোমেক্স কোম্পানির ম্যানেজার মোহাম্মদ খালেদ মোরশেদ অন্য কোন কোম্পানির সিলিন্ডার তাদের গাড়িতে উঠাবে না বলে গাড়িটি ছাড়িয়ে নিয়ে আসেন।

ফ্রেশ কোম্পানির ডিসটুপুটার মতিউর রহমান সোহেল আরো জানান বরিশাল থেকে বিভিন্ন কোম্পানির সিলিন্ডার সরিয়ে নেয়ার চেষ্টা চালাচ্ছে পেট্রো ম্যাক্স কোম্পানি যার সত্যতা পাওয়া গেছে।

ফ্রেশ সিলিন্ডার কোম্পানির সোহে জানান, গত কাল রাতে পেট্রো ম্যাক্সে সিলিন্ডার কোম্পানির ম্যানেজার খালেদ মোরশেদ বরিশাল কোতোয়ালি মডেল থানা থেকে তাদের আটককৃত মিনি ট্র্যাকটি ছারিয়ে আনে এই শর্তে যে তারা অন্য কোন কোম্পানির গ্যাস সিলিন্ডার তাদের গাড়িতে বহন করিবে না, কিন্তু আজ (১০ মার্চ রবিবার) ভিন্ন চিত্র দেখা যায় বরিশালের ঘড়িয়ার পাড়ে গতকালের মতো আজও পেট্রো ম্যাক্স কোম্পানির গ্যাস সিলিন্ডার গাড়িতে ফ্রেশ কোম্পানির গ্যাসসহ বিভিন্ন কোম্পানির সিলিন্ডার দেখা যায় বরিশালের ঘড়িয়ার পাড়ে , পরবর্তীতে অন্যান্য কোম্পানির ডিস্ট্রিবিউটাররা এক হয়ে থানায় অভিযোগ দিলে পুলিশ গাড়িটি আবারো আটক করেন, গাড়িটি বর্তমানে বিমানবন্দর থানায় আটক রয়েছে।

এ ব্যাপারে পেট্রোমেক্স কোম্পানির ম্যানেজার খালেদ মোশারেফ বলেন, এটাই কোম্পানির সিস্টেম এর আগে অন্যান্য কোম্পানিগুলো আমাদের সিলিন্ডার মার্কেট থেকে সরিয়ে দিয়েছে, যার ভিডিও বক্তব্য আজকের ক্রাইম টাইমসের হাতে রয়েছে।