ঢাকাবৃহস্পতিবার , ২১ মার্চ ২০২৪

নেছারাবাদে বিকাশ প্রতারক চক্রের শিকার এক গৃহবধূ ও জন প্রতিনিধির হাতে লাঞ্ছিত! ন্যায় বিচারের দাবি

ক্রাইম টাইমস রিপোর্ট
মার্চ ২১, ২০২৪ ৯:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: নেছারাবাদে বিকাশ প্রতারক চক্রের শিকার এক গৃহবধূ ও জন প্রতিনিধির হাতে লাঞ্ছিত! ন্যায় বিচারের দাবি।

১৯/৩/২৪ রোজ, মঙ্গলবার, রাত ৯টা২০ মিনিটের দিকে এক বিকাশ প্রতারক চক্রের, কথায় ভুলে, সুটিয়াকাঠী ৯নং ওয়ার্ড়ের, বাড়রা গ্রামের, আলামিনের, স্ত্রী, স্থানীয় সোহাগের বিকাশের দোকানে গিয়ে, কাউকে না জানিয়ে, ২৫০০০টাকা, প্রতারক চক্রের কাছে পাঠিয়েছেন, পরে দোকানদারকে টাকা, না দিতে পারায়, সে তার স্বামী কে জানিয়েছেন, তার স্বামী, সোহাগ দোকানদার এর সাথে, কথা বলে, সকালে টাকা পাঠিয়ে দিবে বলে,,, সেই কথা গুলো শুনিয়া,,, বাড়রা গ্রামের তিন,তিন,বার, ফেল করা মেম্বার প্রার্থী,,,মোঃ আবুল কালাম( সুকানী),,,,,,বর্তমানে,,নেছারাবাদ উপজেলা পরিষদ নির্বাচনে, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী!!!! সে ঘটনা স্থানে সোহাগ দোকানদার তাকে বিচারের জন্য ডাকে নি, তার পরে ও সে অনাধিকারচর্চা করে, সেখানে গিয়ে (ভিকটিম) মহিলাকে অকথ্য ভাষায় গালিগালাজ, বেধে রাখার কথা বলে,,মহিলার সাথে থাকা তার ছোট্ট বাচ্চা! কালাম সুকানির আচরণ দেখে, দুজনেই কাঁদতে শুরু করে!!!! মহিলা বিচারের জন্য স্থানীয় মুরব্বিদের কাছে ও যুবসমাজের কাছে বিচার দাবি করে,, তারা দুইজন সাংবাদিক সহকারে, বাড়রাগ্রামের আসে,,,,ভিকটিম) মহিলার সাখাৎকার নিতে ও সোহাগ দোকানদার এর সাখাৎকার নেওয়া হয় এবং সাধারণ জনগণের কাছ থেকে ঘটনার সত্যতা পাওয়া যায় ।