নাজমুল হক মুন্না :: জেলার উজিরপুর মডেল থানা পুলিশের হাতে ধর্ষন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার ।
বুধবার গাজীপুর থেকে র্যাবের সহায়তায় তাকে আটক করেন উজিরপুর মডেল থানার পুলিশ।
আটক কৃত এনায়েত রাঢ়ী উপজেলার হারতা ইউনিয়নের কালবিলা গ্রামের মোঃ শাহজাহান রাঢ়ীর ছেলে।
উজিরপুর মডেল থানার এএসআই আল মামুন জানান, ধর্ষনের অভিযোগে ২০০৯ সালের এনায়েতের বিরুদ্ধে মামলা হয়।
ওই মামলায় ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে তাকে যাবজ্জীবন কারাদন্ড দেয়।
রায় ঘোষনার পর গাজীপুরের কালিয়াকৈর এলাকায় আত্মগোপন করে। গোপনে এ খবর পেয়ে র্যাব-৩ এর সহায়তায় অভিযান করে এনায়েতকে আটক করা হয়েছে।
মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) , তহিদুজ্জামান সোহাগ জানান, বৃহস্পতিবার এনায়েতকে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির করা হয়। বিচারক মো. ইয়ারব হোসেন তাকে কারাগারে পাঠান।