নিউজ ডেস্ক :: মামাবাড়ি এসে নানার হাতে খুন শিশু
বগুড়া সদরের শশীবদনী এলাকায় মায়ের মামার হাতে খুন হয়েছে বন্ধন সরকার নামে পাঁচ বছরের এক শিশু। মায়ের সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের হরিবাসর আয়োজন দেখতে গিয়েছিল শিশু বন্ধন। এই ঘটনায় শিশুটির মায়ের মামা সুকুমার দাস কে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
সদর থানা পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার থেকে শশীবদনী এলাকায় হরিবাসর অনুষ্ঠান চলছিল। পীরগাছা এলাকা থেকে বন্ধন সরকার সেই অনুষ্ঠান দেখতে মা কাকলী দাসের সাথে মায়ের মামাবাড়ি শশীবদনী এসেছিল। বৃহস্পতিবার দুপুরে স্বজনরা টের পান, বাড়ির একটি ঘর থেকে বন্ধনের গোঙানীর আওয়াজ পাওয়া যাচ্ছে। পরে তারা ঘরে ঢুকে দেখতে পান ধান কাটা কাঁচি দিয়ে শিশু বন্ধনের গলা কেটে রক্তাক্ত দেহের পাশে দাঁড়িয়ে আছেন কাকলী দাসের মামা সুকুমার দাস, সম্পর্কে সে শিশু বন্ধনের নানা। পরে স্থানীয়রা আইন কলেজের শিক্ষার্থী সুকুমারকে পুলিশের হাতে তুলে দেয়।
পুলিশ জানিয়েছে, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে সে ব্যাপারে তারা এখনও নিশ্চিত হতে পারেনি। তবে ঘটনার রহস্য উদঘাটনে আটক সুকুমারকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তদন্তে নেমেছে বেশ কয়েকটি টিম।