ঢাকাবুধবার , ২৯ মে ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বরিশালে মৃ*তের সংখ্যা বেড়ে ১৯

ক্রাইম টাইমস রিপোর্ট
মে ২৯, ২০২৪ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বরিশাল বিভাগে মৃতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। ভোলা জেলায় আরও তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে ওই জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬ জনে। বরিশাল নগরীতে গাছচাপা ও দেয়াল ধসে ৩ জন এবং মেহেন্দীগঞ্জে সাপের কামড়ে ১ শিশুর মৃত্যু হয়। এছাড়া ঝালকাঠি জেলায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে এ বিভাগে মৃত্যু বেড়ে এখন ১৯ জন। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধির সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, ভোলা সদর উপজেলায় ঘরচাপা পরে ভেদুরিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ফারুক হাজারী (৫০), লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ঘর চাপায় মনেজা খাতুন (৫৫), দৌলতখানে ঘরচাপা পড়ে মাইশা নামের ৪ বছরের এক শিশু, চরপাতা ইউনিয়নে আমজাদ হোসেন (৫৫) ঘরচাপায় মৃত্যু হয়। বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নে গাছের ডাল পড়ে জাহাঙ্গীর হোসেন (৫০) মারা যান। এছাড়া বোরহান উদ্দিন ইউনিয়নে ঝড়ের পানিতে আসা সাপের কামড়ে পক্ষিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আবু সায়ীদ মাঝির (৬০) মৃত্যু হয়।

ঝালকিঠি জেলার কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বলতলা গ্রামে ঘরের উপরে গাছ চাপা পড়ে জাকির হোসেন (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে।

পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, জেলায় তিনজন গাছচাপায় আর দুইজন পানিতে ডুবে মারা গেছেন। তারা হলেন- ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়নে জাকির হোসেন (৫৫), তেলিখালী ইউনিয়নে মাজেদা বেগম, ইন্দুরকানী উপজেলায় চানবরু বেগম (৭৫)। এছাড়া ভান্ডারিয়া উপজেলায় পৌরসভা এলাকায় দিহান (৩) ও সদর উপজেলার ঝাটকাঠি একলায় হাসান নামে এক যুবক পানিতে ডুবে মারা গেছে।