ঢাকারবিবার , ১৬ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে ১৪৭ পিস ইয়াবাসহ আটক, ১

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ১৬, ২০২৫ ৪:০৫ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ::

বরিশাল নগরীর কোতোয়ালি মডেল থানাধীন ভাটারখাল বস্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জোরালো অভিযানে আবারো উন্মোচিত হলো সক্রিয় মাদকচক্রের ভয়াবহ চিত্র। শনিবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে অংশ নেয় এবং এক নারী মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়,গোপন তথ্যের ভিত্তিতে ভাটারখাল বস্তির একটি ঘরে অভিযান চালানো হলে আটক করা হয় মায়া আক্তার যুথিকে (২২)। তল্লাশির সময় তার কাছ থেকে নীল রঙের জিপারযুক্ত একটি পলিথিন প্যাকেটে লুকানো ১৪৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত যুথি ভাটারখাল এলাকার মো. মুন্না ফরাজীর স্ত্রী। অনুসন্ধানে আরও জানা গেছে,যুথি ও তার স্বামী মুন্না ফরাজীর বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। এলাকায় দীর্ঘদিন ধরে তারা একটি সক্রিয় মাদকচক্র পরিচালনা করে আসছিল বলে স্থানীয়রা অভিযোগ করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বরিশাল জেলা কার্যালয়ের উপপরিচালক জানান,জব্দকৃত ইয়াবাসহ আসামিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন,
“মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এমন অভিযান চলমান থাকবে। যারা সমাজকে নষ্ট করছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।”

বরিশালের হৃদয়ে এমন ঘনবসতিপূর্ণ এলাকায় প্রকাশ্যে মাদকের বিস্তার,এটি শুধু আইনশৃঙ্খলা বাহিনীর জন্য নয়, গোটা সমাজের জন্যই একটি হুমকি। প্রশাসন জানিয়েছে,মাদকচক্রের মূলহোতাদেরও দ্রুত আইনের আওতায় আনার জন্য চলবে আরও কঠোর অভিযান।