ঢাকাবুধবার , ১০ জুলাই ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বানারীপাড়ায় ৬০ কেজি জেলি মিশ্রিত চিংড়ি মাছ জব্দ

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ১০, ২০২৪ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বানারীপাড়ায় ৬০ কেজি জেলি মিশ্রিত চিংড়ি মাছ জব্দ

 

বরিশালের বানারীপাড়ায় বন্দর বাজারে অভিযান চালিয়ে প্রায় ৬০ কেজি জেলি মিশ্রিত চিংড়ি মাছ জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।

বুধবার (১০ জুলাই) সকালে উপজেলা মৎস কর্মকর্তা নিলুফার ইয়াসমিন রজনীর নেতৃত্বে বানারীপাড়া পৌর শহরের বন্দর বাজারে অভিযান পরিচালনা করে অর্ধ লক্ষাধিক টাকা মূল্যের প্রায় ৬০ কেজি জনস্বাস্থ্যের জন ক্ষতিকর জেলি মিশ্রিত চিংড়ি মাছ জব্দ করা হয়। পরে সেগুলো আগুনে পুড়িয়ে মাটি চাপা দেওয়া হয়। অভিযানের সময় জেলি মিশ্রিত চিংড়ি মাছের ৪/৫ জন অসাধু ব্যবসায়ী দৌঁড়ে পালিয়ে যায়।

এ সময় উপজেলা মেরিন ফিসারিজ অফিসার প্রতুল জোয়াদ্দার,বানারীপাড়া থানার উপ-পরিদর্শক লেলিন চন্দ্র প্রমুখ উপস্থিত ছিলেন।