ঢাকারবিবার , ১১ আগস্ট ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল নগরীতে ওষুধের দোকানে শিক্ষার্থীদের অভিযান

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ১১, ২০২৪ ৪:৫৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীর বিভিন্ন ওষুধের দাম যাচাই-বাছাই, ট্রেড লাইসেন্স, প্রতিষ্ঠানে অনিয়মসহ অতিরিক্ত মেডিসিনের দাম আদায়ের মাধ্যমে ক্রেতাদের হয়রানি করার অভিযোগের প্রেক্ষিতে তদারকিতে নেমেছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, এ্যাপোলো হাসপাতাল ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের বায়ো-কেমিস্ট্রি বিভাগের একদল ছাত্র-ছাত্রী।

রোববার (১১ আগষ্ট) দুপুরে এই তিন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক ছাত্র-ছাত্রী তিনভাগে ভাগ হয়ে নগরীর বিভিন্ন এলাকার মেডিসিন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায় তারা।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষার্থী রবিউল, তানহা, অন্যানা, আফসান, শোয়েব, খুশবুসহ বিভিন্ন শিক্ষার্থীদের নেতৃবৃন্দ।

পরে তারা নগরীর সদর হাসপাতাল এলাকা, কাটপট্রি,সদর রোডের একাধিক মেডিসিন বিক্রয় প্রতিষ্ঠানে গিয়ে মেডিসিনের মেয়াদ, দাম, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন কাগজ-পত্র যাচাই-বাছাই করে বলেন ছাত্রদের আন্দোলনে ও আত্মত্যাগের মাধ্যমে সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন যেন নষ্ট না হয় সেদিকে লক্ষ রেখে ব্যবসা করার আহ্বান জানান।