নিজস্ব প্রতিবেদক :: ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে আটকে গেল বাস, আহত ১০
ঝালকাঠির রাজাপুরে বাস দুর্ঘটনায় অন্তত ১০ যাত্রী আহত হয়েছে। এতে ব্রিজের রেলিং ভেঙে গেছে। রোববার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে খুলনা-বরিশাল মহাসড়কের রাজাপুরের পিংড়ি স্কুল সংলগ্ন ব্রিজের রেলিংয়ে ঢাকাগামী যাত্রীবাহী বাস ইতালি পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে আটকে যায়। এতে ১০জন যাত্রী আহত হয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানান, দুর্ঘটনার শিকার বাসটি উদ্ধারে কাজ চলছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে। রাজাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল খালেক জানান, রাজাপুরের পিংড়ি এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে আটকে গেছে। এদের মধ্যে অন্তত ১০ যাত্রী আহত হয়েছে। তারা রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন।
রাজাপুর থানার ওসি আতাউর রহমান জানান, রাজাপুরের পিংড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী একটি বাস ব্রিজের রেলিংয়ে আটকে গেছে। এতে কয়েকজন আহত হলেও কেউ নিহত হয়নি। যান চলাচল স্বাভাবিক রয়েছে। বাসটিতে উদ্ধারের চেষ্টা চলছে।