ঢাকাশনিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

মুহাম্মাদ (সা:) এর বিরুদ্ধে কটুক্তি করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে, চরমোনাই পীর

ক্রাইম টাইমস রিপোর্ট
সেপ্টেম্বর ২৮, ২০২৪ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ভারত বাক-স্বাধীনতার নামে বিশ্বনবী হযরত মুহাম্মাদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটুক্তি করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারকে আন্তর্জাতিক আদালতে মোদি সরকারের বিরুদ্ধে মামলা করতে হবে। গত ৫ আগস্টের পর সারাদেশের বিভিন্ন মন্দির ও থানা পাহাড়া দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। আমরা সহিংসতার রাজনীতিতে বিশ্বাস করিনা।

আজ শনিবার দুপুরে ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে বরিশালের গৌরনদীতে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেছেন, বিগত সরকারের আমলে আমরা স্বাধীন দেশে পরাধীন ছিলাম। ৫ আগস্ট গণবিপ্লবের পর আমরা কথা বলার সুযোগ পেয়েছি। তাই এ অর্জন আমাদের ধরে রাখতে হবে। এজন্য পরীক্ষিত, দুর্নীতিবাজ, খুনি, গুমকারী ও জুলুমবাজদের ক্ষমতায় নেওয়া যাবেনা।

ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার আয়োজনে সরকারি গৌরনদী কলেজ মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে উপজেলা সভাপতি মুফতি মুহাম্মদ মোস্তফা কামালের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি মুফতী নেছার উদ্দিন। বক্তব্য রাখেন বরিশাল জেলার সাংগঠনিক সম্পাদক মোঃ হাফিজুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, আগৈলঝাড়া উপজেলার সভাপতি মুহাম্মাদ রাসেল সরদার মেহেদী, উপদেষ্টা আব্দুর রাজ্জাক খান, উপজেলা সহ-সভাপতি ওবায়দুল হক নবী, সাধারণ সম্পাদক মাওলানা এমদাদ হোসেন প্রমুখ।