ঢাকারবিবার , ৬ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

সম্পদের নেশায় মজে থাকা পুলিশের ডিআইজি জামিলের বিরুদ্ধে অনুসন্ধান

ক্রাইম টাইমস রিপোর্ট
অক্টোবর ৬, ২০২৪ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: সম্পদের নেশায় মজে থাকা পুলিশের ডিআইজি জামিলের বিরুদ্ধে অনুসন্ধান

বিপুল সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) জামিল হাসানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বরিশাল রেঞ্জে কর্মরত থাকা অবস্থায় তার বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে দুদক ইতোমধ্যে অনুসন্ধান কার্যক্রমে হাত দিয়েছে।জানা যায়, ডিআইজি জামিল হাসান বরিশালের উজিরপুর উপজেলার একজন বিশাল ভূস্বামী হিসেবে পরিচিত। তিনি সেখানে ৪০ একর জমিতে রিসোর্ট নির্মাণ করছেন এবং তার পৈতৃক বাড়ি নতুন করে তৈরি করেছেন। এছাড়া তার মালিকানায় রয়েছে ৩৬ বিঘার একটি গরুর খামার। রাজধানী ঢাকায় রয়েছে দুটি ফ্ল্যাট এবং বিলাসবহুল গাড়ি।

সম্প্রতি অঢেল সম্পদ অর্জনের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুদক তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। দুদকের সহকারী পরিচালক রাজ কুমার সাহাকে এই অনুসন্ধানের দায়িত্ব দেয়া হয়েছে। এ বিষয়ে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থায় নথি তলব করা হয়েছে।ডিআইজি জামিল হাসান বিসিএস পুলিশ ক্যাডারের ২০তম ব্যাচের কর্মকর্তা। তিনি বরিশালে র‍্যাব-৮ এর কমান্ডিং অফিসার ছিলেন এবং গোপালগঞ্জে সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের জমি কেনা সংক্রান্ত কাজে তদারকি করেন। এরপর থেকেই তার বিপুল সম্পদ অর্জনের প্রক্রিয়া শুরু হয় বলে অভিযোগ উঠেছে।

বরিশালের উজিরপুরে নিজের পৈতৃক বাড়ির জমিতে তিনি রিসোর্টের আদলে একটি বাড়ি তৈরি করেছেন, যার আয়তন প্রায় ৩০ বিঘা। এ ছাড়া ঢাকার রামপুরা ও খিলগাঁও এলাকায় তার দুটি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে। বিশেষ করে রামপুরার বনশ্রীতে অবস্থিত ‘পুলিশ পার্ক’ ভবনে তার ৩ কোটি টাকার একটি ফ্ল্যাট আছে বলে জানা গেছে।এ বিষয়ে জানতে ডিআইজি জামিল হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে গণমাধ্যমে তিনি দাবি করেছেন, ‘হাবিবপুরের বাড়িটি পৈত্রিক সূত্রে পাওয়া এবং ঢাকায় আমার একটি ফ্ল্যাট ছাড়া অন্য কোনো সম্পদ নেই।’

দুদক জানিয়েছে, তারা অনুসন্ধান শেষে সঠিক তথ্য-প্রমাণ তুলে আনতে সক্ষম হবে।