
পারভেজ :: বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা এবং প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রদল এর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২১ শে এপ্রিল সোমবার দুপুর ১২ ঘটিকায় সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের সম্মুখে এই কর্মসূচির আয়োজন করা হয়।
উক্ত আয়োজনে বরিশাল মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সরকারি সৈয়দ হাতেম আলী আলী কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ মোস্তাক সরদার শাওন, সদস্য সচিব আবির, যুগ্ন আহবায়ক মিরাজ খন্দকার, সাদ, শাহাবুদ্দিন, মেহেদী, স্বাধীন, সালমান ও রিয়াদ,খালিদ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। তারা আরও বলেন, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে তা নিশ্চিত করতে হবে।
উক্ত মানববন্ধনে অংশ নেওয়াতে সকলকে ধন্যবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করেন আহবায়ক।