ঢাকাশনিবার , ১২ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

এবারের দুর্গাপূজায় দ্বিগুণ বরাদ্দ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ক্রাইম টাইমস রিপোর্ট
অক্টোবর ১২, ২০২৪ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: এবারের দুর্গাপূজায় দ্বিগুণ বরাদ্দ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সরকারের পক্ষ থেকে এ বছরই সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্ন্তবর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এ বছর ভালোভাবে পূজা উদযাপন হচ্ছে। সরকারের পক্ষ থেকে এ বছরই সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। অন্য বছর দুই বা তিন কোটি টাকা পূজা উদযাপনের জন্য বরাদ্দ দেওয়া হলেও এ বছর চার কোটি টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে। এছাড়াও এবার পূজায় নিরাপত্তা অন্যান্য সময়ের চেয়ে বেশি।

শনিবার (১২ অক্টোবর) মুন্সীগঞ্জের সিরাজদিখান ও শ্রীনগরের বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পূজামণ্ডপের আইনশৃঙ্খলা নিশ্চিত করার জন্য সেনাবাহিনী, র‍্যাব, পুলিশসহ বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী সদস্য নিয়োজিত করা হয়েছে। প্রশাসনও আন্তরিকভাবে তাদের দায়িত্ব পালন করছে।

এর আগে শনিবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার হাঁসাড়া শ্রী শ্রী অন্তদেব কেন্দ্রীয় মন্দির, হাঁসাড়া পালেরবাড়ী ও সিরাজদিখান উপজেলার ইছাপুরা, গোয়ালবাড়ি ও সন্তোষপাড়া পূজামণ্ডপ পরিদর্শন করেন।