নিজস্ব প্রতিবেদক :: আজ ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বরিশালে লিফলেট বিতরণ, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ‘ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার’।
এ বছর একটু ভিন্ন আঙ্গিকে পালিত হচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪। প্রতি বছর অফিস কক্ষে অনুষ্ঠিত হলেও এ বছর সরকারি নির্দেশনা ছিলো ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করতে হবে সচেতনতামূলক এ সভা।
এরই ধারাবাহিকতায় ১ম দিনে নগরীর আমতলা মোড় এআরএস মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে সকাল ১০টায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
নিরাপদ সড়ক চাই বরিশাল জেলা কমিটির সদস্য সহকারী অধ্যাপক মো: শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগতম বক্তব্য রাখেন নিসচার সভাপতি অধ্যাপক মো: রুহুল আমিন।
বিআরটিএ সহকারী পরিচালক দেবাশীষ বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসন, অতিরিক্ত জেলা প্রশাসক সুফল চন্দ্র গোলদার, হাইওয়ে পুলিশের গৌরনদী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন, নিরাপদ সড়ক চাই বরিশাল জেলা কমিটির সদস্য জুবায়ের ইসলাম চৌধুরী, সিটি কর্পোরেশন, রোডস এন্ড হাইওয়ে ডিপার্টমেন্টের প্রকৌশলী মো: নাজমুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মো: জাহাঙ্গীর হোসেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো: দেলোয়ার হোসেন বলেন, জাতীয় নিরাপদ সড়ক বিনির্মানে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। চালক, যাত্রী ও পথচারীদের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে পারলেই এই দিবস উদযাপন সফল হবে। তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। সড়ক বৃদ্ধিকরণ, চালকদের উন্নত প্রশিক্ষণসহ জনসাধারণের মাঝে সচেতনতা মূলক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। আমরা বিশ্বাস করি আগামীতে আমাদের দেশে সড়ক দুর্ঘটনা রোধসহ মৃত্যুর সংখ্যা কমিয়ে আনা করা সম্ভব হবে।
নিরাপদ সড়ক চাই বরিশাল জেলা কমিটির সদস্য জুবায়ের ইসলাম চৌধুরী তার বক্তব্যে বলেন, দেশে দিন দিন যেভাবে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে তা সত্যি ভয়ঙ্কর এবং চিন্তার বিষয়। সরকারি হিসাব অনুযায়ী প্রতিদিন গড়ে ১৭ জন মাসে ৫১০ জন এবং বছরে ৬১২০ জন মানুষ মারা যাচ্ছে সড়ক দুর্ঘটনায়। বছরে ছোট বড় ১৫ হাজার দূর্ঘটনায় ৮৮ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। এই পরিস্থিতি থেকে আমাদের মুক্তি পেতে হলে কারও উপর দ্বায় চাপিয়ে বাচার চেষ্টা নয় বরং সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে।