ঢাকামঙ্গলবার , ২৯ অক্টোবর ২০২৪

বরিশালে নিরাপদ সড়ক বিনির্মাণে শিক্ষার্থীদের নিয়ে সভা ও র‍্যালী

ক্রাইম টাইমস রিপোর্ট
অক্টোবর ২৯, ২০২৪ ৯:০১ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ::: “ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার” এই স্লোগান বাস্তবায়ন এবং ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে এ বছর ৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এরই ধারাবাহিকতায় আজ ২৯ অক্টোবর রোজ মঙ্গলবার ৪র্থ দিনে বরিশাল গালস স্কুলে (সদর গালস) সচেতনতা মূলক আলোচনা সভা, র‍্যালী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বিআরটিএ কর্তৃক আয়োজিত সচেতনতামূলক সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ বিভাগীয় পরিচালক মোঃ জিয়াউর রহমান পিপিএ।

নিরাপদ সড়ক চাই বরিশাল জেলা কমিটির সদস্য জুবায়ের ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুক্তরাজ্য ইম্পেরিয়াল কলেজ এর ভূতাত্ত্বিক গবেষক নাহিন রেজওয়ান।

সদর গালস স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নাজমা খানম এর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, বরিশাল জেলা পুলিশের টিআই কে.এম রহমান, বিএমপি ট্রাফিক সার্জেন্ট মোঃ সাদ্দাম হোসেন রাকিব, নিরাপদ সড়ক চাই বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক মো: রুহুল আমিন, কার্য নির্বাহী সদস্য সহকারী অধ্যাপক মো: মাসুম বিল্লাহ, বিআরটিএ লাইসেন্স পরিদর্শক সৌরভ কুমার সাহা,অফিস সহকারী আব্দুস সালামসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নিরাপদ সড়ক বিনির্মানে চালক যাত্রী ও পথচারীদের মাঝে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আমাদের সড়ক আইন মেনে চলা জরুরি।

দুর্ঘটনা প্রতিরোধে সরকার ইতোমধ্যে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে উল্লেখ করেন বক্তারা বলেন আইনের সুফল পেতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।