নিউজ ডেস্ক :: আবারও বেড়েছে পেঁয়াজের দাম
ভারত থেকে পেঁয়াজ আমদানি কমে যাওয়ায় হিলির পাইকারি বাজারে আবারও বেড়েছে পেঁয়াজের দাম। দুই দিন আগে পাইকারি বাজারে পেঁয়াজ ৬৫ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। বর্তমান কেজিতে ১০ টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকা দরে। এদিকে দাম বাড়ায় বিপাকে পড়ছে নিম্ন আয়ের মানুষ।
বাজার করতে আসা হাসান আলী বলেন, ‘দুই দিন আগে ভারতীয় পেঁয়াজ বাজারে ৬৫ থেকে ৭০ টাকা দরে বিক্রি হয়েছে। হঠাৎ করে প্রকারভেদে কেজিতে ১০ টাকা বেড়ে ৭৫ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এভাবে দাম বাড়ায় বিপাকে পড়তে হচ্ছে আমাদের মতো খেটে খাওয়া মানুষের। পেঁয়াজের দাম ৫০ থেকে ৬০ টাকার মধ্য হলে ভালো হতো।
হিলি বাজারের পাইকারি পেঁয়াজ বিক্রেতা আতাল গনি ওসমানী বলেন, ‘হঠাৎ করে ভারতে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় এবং আমদানি কমে যাওয়ায় পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা বেড়েছে। দাম বাড়ায় বেচাকেনা আগের তুলনায় অনেক কমে গেছে।’
বিক্রেতা আরো বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি বাড়লে দাম আবারও সহনীয় পর্যায়ে চলে আসবে। দাম কমে আসলে বেচাকেনাও বাড়বে।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি স্বাভাবিক ছিল। হঠাৎ করে ভারতে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় কিছুটা প্রভাব পড়েছে আমদানি করা পেঁয়াজের ওপর। আমদানি বাড়লে পেঁয়াজের দাম কমে আসবে।