
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাবুগঞ্জে উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) আসর নামাজ শেষে বাবুগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ আজিজুল ইসলাম। অনুষ্ঠানটির আয়োজন করেন বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইয়াসির আরাফাত।
এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদ, রাকিব কবিরাজ, ওয়াশিকুর রহমান বাপ্পি ও জুবায়ের আহমেদ।
এছাড়া রহমতপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফেরদৌস, বাবুগঞ্জ কলেজ ছাত্রদলের সভাপতি আসিফ সিকদার, সরকারি আবুল কালাম কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ রিদয় ও সাবেক সদস্য সচিব সজল মাহমুদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাবুগঞ্জ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. নোমান, কৃষি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারহান শাকিল, চরসাধুকারি ফাজিল মাদ্রাসা ছাত্রদলের সভাপতি কাউসার কবিরাজ, দেহেরগতি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহীন বিশ্বাস এবং বাবুগঞ্জ কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাহাত দুয়ারী।
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন মো. ইমরান হাওলাদার, মো. তুহিন, সাগর, সিরাজ, পলাশ, রাসেল, আতিক, অনিক, আবু কালাম, বুলবুল, মিরাজ শরীফ, সানি, শাহাদাত, আশরাফুল, হাসান ও মশিউরসহ আরও অনেকে।
দোয়া মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।


