বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :: বাবুগঞ্জে বাংলাদেশ জামায়েত ইসলামী এর উদ্যোগে অসহায় শীতার্থকদের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
১০ জানুয়ারি শুক্রবার বিকাল ৪ঃ০০ টায় বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বিভিন্ন অসহায় পরিবারের এ মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ উদ্দিন বাবর।
শীতবস্ত্র বিতরণ কালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ রফিকুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম মাঝি, চাঁদপাশা ইউনিয়ন জামাতের সেক্রেটারি মোঃ জামাল হোসেন, ছাত্র শিবিরের বরিশাল জেলা শাখার সাবেক সভাপতি মোঃ খলিলুর রহমান মিজান প্রমূখ।