
নিজস্ব প্রতিবেদক :: লালমোহনে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ২১ সদস্য কমিটি গঠিত,বরিপন শান সভাপতি-সম্পাদক এম আর কাজল।
মুক্তিযুদ্ধের মূল্যবোধ বাস্তবায়নেই আমাদের অঙ্গীকার- এই প্রত্যয় নিয়ে গঠিত হয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড # লালমোহন উপজেলা কাউন্সিল এর ২১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি । একাত্তরের বীরযোদ্ধা শিক্ষাবিদ মরহুম সালাউদ্দিন আহমাদের সন্তান সিনিয়র প্রভাষক সাংবাদিক কবি মোঃ শাহাবুদ্দিন রিপন শান কে সভাপতি ও বীরযোদ্ধা আব্দুস সহিদ মিয়ার সন্তান ফুটবলার সংগঠক মতিউর রহমান কাজল কে সাধারণ সম্পাদক করে লালমোহন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রত্যায়িত ২১ সদস্য বিশিষ্ট কমিটির বিধিবদ্ধ অনুমোদন দিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ভোলা জেলা কমান্ড কাউন্সিলের মাননীয় কমান্ডার বীরমুক্তিযোদ্ধা লেখক সমাজচিন্তক মাহফুজুর রহমান । গত ২৩ ডিসেম্বর ২০২৫ সকালে তিনি আনুষ্ঠানিকভাবে এই কমিটির অনুমোদন প্রদান করেন ।
কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন- বীরের সন্তান মোঃ হাসান খোরশেদ ও দেশের জনপ্রিয় নিউজ প্রেজেন্টার বীরের কন্যা ফারজানা আহমেদ তানি । যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তরুণ শিক্ষক মাহমুদুল হাসান মাসুম । সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন- বীরযোদ্ধা মোঃ মোতাহার উদ্দিন এর কন্যা সমাজকর্মী নাহিদা পারভীন রোমানা । সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ আবুল কাশেম। সম্পাদকীয় পদগুলোর বিভিন্ন পদে দায়িত্ব পেয়েছেন- মোঃ তানভীর মাহমুদ ( যুগ্ম সম্পাদক পদমর্যাদায় দপ্তর সম্পাদক ), মোঃ আলাউদ্দিন পলাশ ( অর্থ সম্পাদক ), মুন্সী আকলিমা হক ( আইন, হিসাব ও নীরিক্ষা সম্পাদক) , মোহাম্মদ শামীম ( ত্রাণ ও পূণর্বাসন সম্পাদক), আলী হোসাইন হৃদয় ( প্রচার, তথ্য ও গবেষণা সম্পাদক ), মোঃ নাছির মৃধা ( প্রকল্প, সমবায় ও সমাজকল্যাণ সম্পাদক), মোঃ নেছার উদ্দিন রাসেল ( শিক্ষা, পাঠাগার ও মিলনায়তন সম্পাদক ), মোঃ লিয়াকত হোসেন ( ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ), সাব্বির আহমেদ ( মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ ও যুদ্ধাহত শহীদ পরিবার বিষয়ক সম্পাদক ) । নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন- সমাজকর্মী মোঃ বজলুর রহমান, বীরশহীদ ল্যান্সনায়েক জামাল উদ্দিনের বড়ো কন্যা শিক্ষক দিলওয়ারা বেগম নাজমা, সহকারী অধ্যাপক লেখক আকলিমা বেগম, বীরের সন্তান জাহিদুল ইসলাম সোহাগ ভূঁইয়া এবং তরুণ ব্যবসায়ী সায়েদুর রহমান সুমন ।
দীর্ঘদিন পর সুক্ষ্মাতিসুক্ষ্ম যাচাই-বাছাই এর মাধ্যমে একটি গ্রহণযোগ্য শক্তিশালী কমিটি উপহার দেয়ায় নবগঠিত এই কমিটি প্রাণঢালা কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছে- লালমোহন তজুমদ্দিনের সর্বকালের শ্রেষ্ঠ সন্তান সাবেক মন্ত্রী ও সাংসদ বীরমুক্তিযোদ্ধা মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম, মুক্তিযোদ্ধা সংসদের ভোলা জেলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান এব লালমোহন উপজেলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুস সহিদ মিয়া এবং ডেপুটি কমান্ডার মোঃ মোতাহার উদ্দিন মিয়াসহ লালমোহন উপজেলার সকল বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার সদস্যদের প্রতি ।


