ঢাকাসোমবার , ২০ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে চার দিনেও সন্ধান মেলেনি স্কুলছাত্র তাজিমের : পরিবারের আহাজা.রি

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ২০, ২০২৫ ১:৪০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে চার দিনেও সন্ধান মেলেনি স্কুলছাত্র তাজিমের : পরিবারের আহাজা.রি।

বরিশালের আগৈলঝাড়ায় পয়সা প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র তাজিম নিখোঁজের চার দিন পেরিয়ে গেছে। এখনও তার খোঁজ মেলেনি। তাকে না পেয়ে পরিবারে চলছে আহাজারি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

জানা গেছে, পয়সাহাটের ব্যবসায়ী ফায়েক উজ্জামান ঘরামীর ছেলে তাজিম আহাম্মেদ ১৬ জানুয়ারি সকালে স্কুলের উদ্দেশে বাড়ি থেকে বের হয়। বিকেলে বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেন। না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। রাতেই ফায়েক উজ্জামান আগৈলঝাড়ায় থানায় সাধারণ ডায়েরি করেন। এসআই আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পয়সা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উত্তম কুমার বাড়ৈ জানান, তাজিম আহাম্মেদকে ক্লাস শুরুর আগে বিদ্যালয়ের মাঠে দেখা গেছে। তবে সে ক্লাসে আসেনি। হাজিরা খাতায় তার উপস্থিতি নেই।

আগৈলঝাড়া থানার এসআই আল মামুন বলেন, অভিযোগ পেয়ে তাজিমের পরিবার, স্কুলের শিক্ষকসহ স্বজনদের সঙ্গে কথা হয়েছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।